কুষ্টিয়ায় শিশুর লিঙ্গ কেটে ফেলায় হাজাম ফুরকান আলী আটক 327 0
খবরের সময় ডেস্ক
ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ার শহরতলী উদিবাড়ি এলাকায় এক শিশুর সুন্নতে খৎনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগে হাজাম ফুরকান আলী খলিফা(৭০)কে আটক করেছে পুলিশ।
গুরতর আহত শিশুটি স্থানীয় আকতার হোসেনের ছেলে উদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র সাদিক(৯) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কর্তব্যরত চিকিৎসক ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানিয়েছেন শিশু সাদিকের লিঙ্গের দুই তৃতীয়ংশ কেটে ফেলায় প্রচুর রক্ষণ হয়েছে। জরুরী সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরন বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
সাদিকের পিতা আকতার হোসেন বলেন, বৃহষ্পতিবার সকাল ৯টায় ছেলের খৎনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। যথারীতি নিয়মে খৎনা করতে গিয়ে পর পর দুইবার খুর চালিয়ে লিঙ্গের মাথা থেকে দুই টুকরো কেটে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরন হতে থাকে। পরিস্থিতি যখন খুব খারাপের দিকে যায় তখন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়েছেন লিঙ্গ কেটে ফেলা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খৎনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কেটে ফেলানোর অভিযোগে হাজাম(খৎনাকারী)ফুরকান আলী খলিফাকে আটক করেছে পুলিশ। আটক ফুরকান আলী সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়ার মৃত আব্দুল আজিজ খলিফার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।